গরুর কান্ড !

 গরুটার মেজাজটা গেল বিগড়ে আর তখনই গরুটা দিল একটা লাফ ! ছবি:মনিরুল আলম

গরুটার মেজাজটা গেল বিগড়ে আর তখনই গরুটা দিল একটা লাফ ! ছবি:মনিরুল আলম

তখন আমি বুড়িগঙ্গা ১ম সেতুর (বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-১) উপর দাড়িয়ে আছি। সদরঘাট লঞ্চ র্টারমিনাল থেকে ছেড়ে আসা লঞ্চের ছবি তুলবো। শেষ সময়ে ছেড়ে আসা প্রায় প্রতিটি লঞ্চে থাকে উপচে পড়া মানুষের ভীড়। কোরবানীর ঈদ থাকায় অনেকইে গরু কিনে নিয়ে বাসায় ফিরছেন। আমি দাড়িয়ে থাকতে থাকতেই দেখলাম পাশের হাট থেকে গরু কিনে বাড়ী ফিরছেন কেউ কেউ। বেশ কিছু ছবি তুল্লাম। যাত্রী বোঝাই লঞ্চ, ট্রলারে করে গরু নিয়ে যাওয়ার নানা ছবি তুলছি থেমে থেমে।

হঠাৎ চোখে পড়লো তাদেরে ! সেতুর দক্ষিণ পাশ থেকে দৃই জন একটা গরু নিয়ে হেটে আসছে। গরুটার রঙ কিছুটা লালচে কালো। গরুর মালিক গরুর রশিটি ধরে আছেন আর তার পিছন পিছন সহোকারি। হঠাৎ করেই যেন গরুটা একটু থেমে গেল ! আর যেতে চাচ্ছে ন। গরুর মালিক রশি ধরে টানাটানি শুরু করে দিল। আর বিপত্তিটা ঘটলো তখই। গরুটার মেজাজটা গেল বিগড়ে আর তখনেই গরুটা দিল একটা লাফ ! মালিক ও কম যায় না। সে রশিটা ধরে রেখেছে। গরুর সহোকারী চেষ্টার করছে গরুটাকে শান্ত করতে। কিন্ত ‍ কে শোনে কার কথা। তিন জনের মধ্যে শুরু হয়ে গেল রীতিমতো ধস্তাধস্তি। ততোক্ষণে আমি আমার ক্যামেরাতে ছবি তুলতে শুরু করে দিয়েছি।

তিন জনের ধস্তাধস্তিতে গরুটা একবার মাটিতে পরে গেল। তারপর তার রাগ যেন আরো বেড়ে গেল। সে প্রচন্ড শক্তি নিয়ে একটা ঝটকা মেরে সামনের দিকে দৌড়াতে লাগলো। মালিক কিস্তু তখনো গরুর রশিটা ধরে রেখেছে! কিন্তু সে আর গরুর দৌড়ের সাথে পেরে উঠলো না। ব্যালেন্স হারিয়ে পরে গেল সড়কের উপর। হাত থেকে ছুটে গেল রশি। আর গরুটির গন্তব্য তখন যে হাট ( হাসনাবাদ, কেরাণীগঞ্জ ) থেকে কিনেছিল সেই হাটের দিকে। পুরো সিরিজটা দেখতে চাইলে ক্লিক করতে পারেন প্রথম আলোর অন লাইন লিঙ্ক এ। ছবি:মনিরুল আলম

 

রচনা কাল ১৫ অক্টোবর ২০১৩
পাতলা খান লেন,পুরান ঢাকা
মনিরুল আলম,সাংবাদিক

Copy Right Notice:
All images,videos and text in this site is copyrighted. http://monirul.photoshelter.com/  OR see more on http://statigr.am/meghmonir Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com